Durga Puja 2023: নজর কাড়ছে বেহালা ফ্রেন্ডস-এর পুজো, নিপুণ দক্ষতায় সেজে উঠছে মণ্ডপ এবং প্রতিমা - দুর্গা পুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 3:58 PM IST

বেহালার অন্যতম পুজোগুলির মধ্যে রয়েছে 'বেহালা ফ্রেন্ডস'। প্রতি বছরই এই পুজো মণ্ডপ থিমের বিষয়ে বৈচিত্রের অভিনবত্বে নজর কাড়ে দর্শনার্থীদের। দূরদুরান্ত থেকে মানুষের আগমন ঘটে এই পুজো প্যাণ্ডেলে। গত বছর এই পুজো মণ্ডপের থিম ছিল 'দুর্গাযাপন'। দশভূজার আবাহন, আরাধনা আর বিসর্জনকে ঘিরে কীভাবে একটি সমগ্র জাতি তার জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, সেটাই ছিল এই থিমের ভিত্তি। এই বছর 'বেহালা ফ্রেন্ডস'-এর থিম 'মার্গদর্শন'। নেপথ্যে শিল্পী উপাসনা চট্টোপাধ্যায়। তাঁর নিপুণ দক্ষতায় সেজে উঠছে মণ্ডপ এবং প্রতিমা। 58 তম বর্ষে পদার্পণ করল বেহালা ফ্রেন্ডস-এর পুজো। কেন দশদিন ধরে মায়ের পুজো হয়, কেন দেবীর পা অসুরের বুকে এই সব কিছুরই একটা ব্যাখ্যা রয়েছে পুজো মণ্ডপ ও প্রতিমাকে ঘিরে, ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন শিল্পী উপাসনা। বেহালা ফ্রেন্ডস-এর এবারের পুজোয় দেবী এবং অসুরের উপস্থাপনা বন্ধুত্বের একটি অকথিত গল্প বুনেছে, যা বহু পুরনো সাংস্কৃতিক ডিস্টোপিয়াকে সম্বোধন করে। এবারের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে টিন, সুতো, বাঁশ। গত বছরের মতো এবারেও এই পুজোর আলোক নির্দেশনায় রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকী এবং আবহে আশু চক্রবর্তী। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.