Durgapur Bauri Protest: বালক খুনে সিবিআই তদন্তের দাবি, দুর্গাপুরে বিক্ষোভ বাউড়িদের - সিবিআই তদন্ত
🎬 Watch Now: Feature Video
সাত বছরের সৌরভ বাউড়ি খুনের (Seven Year Old Boy Murder Case) ঘটনায় এখনও অধরা খুনিরা ৷ প্রতিবাদে সরব বাউড়ি সমাজ ৷ ঘটনার সিবিআই তদন্তের (CBI Investigation) দাবিতে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে পথ অবরোধ (Durgapur Bauri Protest) করেন বাউড়ি সংগঠনের প্রতিনিধিরা ৷ তাঁদের সাফ কথা, ঘটনায় অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে ৷ সংশ্লিষ্ট বাউড়ি সংগঠনের নেতা সুমন্ত বাউড়ি বলেন, তাঁরা রাজ্য পুলিশের তদন্তে খুশি নন ৷ ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন তাঁরা ৷ এদিকে, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ৷ পরে তাদের হস্তক্ষেপেই অবরোধ উঠে যায় ৷ এই ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST