Panchayat Election Results 2023: ব্যারাকপুর গণনাকেন্দ্র পরিদর্শনে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া - পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া
🎬 Watch Now: Feature Video
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্যারাকপুর ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ৷ ব্যারাকপুর এক নম্বর ব্লকের 8টি পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতির ভোট গণনা কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ৷ জগদ্দল বিধানসভার বাসুদেবপুর থানার অন্তর্গত পানপুর মাখনলাল স্কুলে এই কেন্দ্রের ভোট গণনার আয়োজন করা হয়েছে । এই কেন্দ্রে মোট 121 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সকালে গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ৷
প্রসঙ্গত, ব্যারাকপুর ব্লক ওয়ানের আটটি পঞ্চায়েত রয়েছে ৷ পঞ্চায়েতে নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে সেই সমস্ত এলাকায় শাসকদলের অত্যাচারের অভিযোগ করেছেন এলাকাবাসী ৷ এমনকী ভাঙচুরের ঘটনা ঘটেছে ৷ সোমবার সিপিএম প্রার্থীকে মারধরের ঘটনা ঘটে ৷ শাসকদলের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ তাই প্রথম থেকেই ব্যারাকপুর বেশ স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত ৷
গণনার দিন অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ হুগলির বেশ কয়েকটি ভোট গণনাকেন্দ্রের সামনে ব্যাঙ্কার বানিয়ে পাহাড়া দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে ৷ এমনকী হওড়ার এক গণনা কেন্দ্রেও পুলিশকে লাঠি চার্জ করতে হয় গণনাকেন্দ্রে দলীয় কর্মীদের অকারণ প্রবেশ এড়াতে ৷