Durga Puja 2023: বাঁকুড়া স্টেশন মোড়ের 52তম বর্ষের নিবেদন 'ফিরিয়ে দিলাম ছেলেবেলা'

🎬 Watch Now: Feature Video

thumbnail

গত শতকের আটের দশকে যাঁদের জন্ম, তাঁদের শৈশবের অনেক খেলাধুলো আজ অতীত ৷ শুধুই স্মৃতি ৷ এই প্রজন্মের শৈশব মোবাইলে সীমাবদ্ধ ৷ তাই বাঁকুড়ায় স্টেশন মোড় সর্বজনীন দুর্গোৎসবের এবারের পুজোর থিম ছোটবেলার হারিয়ে যাওয়া খেলা, স্মৃতি ৷ 

52তম বর্ষে পদার্পণ করল বাঁকুড়ার এই ছোট্ট পুজো ৷ বাজেট 6 লক্ষ টাকা ৷ এই স্বল্প বাজেটের মধ্যেই পুজো মণ্ডপে থিম হিসেবে তুলে ধরা হয়েছে 'ফিরিয়ে দিলাম ছোটোবেলা' ৷ মণ্ডপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কথামালা, ধারাপাত, 

বর্ণপরিচয় রয়েছে ৷ আবার কিশলয়, সহজপাঠ, ছাত্রবন্ধুর মলাট মনে করিয়ে দেবে শৈশবে লেখাপড়ার দিনগুলি ৷

বন্ধুদের সঙ্গে খেলার দিনে ফিরে যাওয়া যাবে মণ্ডপের ভিতরে ঢুকলেই ৷ ছোট্ট ফুটবল সাজানো রয়েছে দুর্গাপুজোর মণ্ডপের সর্বত্র ৷ সঙ্গে কিতকিত, ইকির মিকির চামচিকির তো রয়েছেই ৷ পুজো কমিটির সম্পাদক সুদীপ দত্ত বলেন, "বাঁকুড়ায় অনেক বিগ বাজেটের পুজো হচ্ছে ৷ আমরা তখন মাত্র 6 লক্ষ টাকার বাজেটে এতকিছু করতে পেরেছি ৷" বাঁশ, প্লাই, বাবুই দড়ি ব্যবহার করে থিম ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে এখানে ৷ 'হারিয়ে যাওয়া' খেলা, খেলনা দিয়ে সাজানো এই মণ্ডপে এলে পুরনো দিনের কথা মনে পড়বেই ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.