Ballot Paper Fell on the Street: পুরুলিয়ার রাস্তায় পড়ে বিরোধীদের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার, বিক্ষোভ বিরোধীদের - বিরোধীদের ব্যালট পেপার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 13, 2023, 6:29 PM IST

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকে বিরোধী শিবির ব্যালট পেপারে কারচুপির অভিযোগ তুলেছে ৷ বৃহস্পতিবার পুরুলিয়া জেলার সাতুড়ি ব্লকের মুরাডি এসআর বিপি উচ্চ বিদ্যালয়ে সামনের ঝোপ-ঝাড় এবং ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছে প্রচুর ব্যালট পেপার। যা দেখে স্পষ্টতই পরিষ্কার, বিরোধী প্রার্থীদের পক্ষে যাওয়া ব্যালট পেপারগুলিই জায়গা পেয়েছে আস্তাকুঁড়েতে ৷ 

এলাকার সিপিএম-এর ব্লক সম্পাদক রাজেশ বাউরি এই প্রসঙ্গে বলেন,"প্রচুর সিপিএম ও বিজেপির পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তার ঝোপ-ঝাড় থেকে উদ্ধার হয়েছে। এগুলি এখন মানুষের হাতে হাতে ঘুরছে । এই ব্যালটগুলি কীভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল ৷ আমরা সেটা জানতে চাই। কই তৃণমূলের ব্যালট পেপার তো পড়ে থাকলো না। আমরা আমাদের এলাকায় পুনরায় নির্বাচন চাই। এই ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে।" উল্লেখ্য, এদিন ব্যালট পেপার উদ্ধারের পর সকাল 11টা থেকে সাতুড়ি ব্লকের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সিপিএম, বিজেপি ও নির্দল কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, এলাকায় পুনরায় নির্বাচন হোক। মানুষের রায়কে অগ্রাহ্য করে এই নির্বাচন করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.