Badrinath Yatra 2023: বৃহস্পতিবার খুলছে বদ্রীনাথের দরজা, 20 কুইন্টাল ফুলে সাজানো হল মন্দির! দেখুন ভিডিয়ো - বদ্রীনাথ মন্দির
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার খুলেছে কেদারনাথ ধামের দরজা ৷ তার আগে 22 তারিখ খুলেছে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা ৷ আর আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবারই দরজা খুলে যাচ্ছে বদ্রীনাথ ধামের ৷ এরইসঙ্গে চলতি বছর চারটি ধামের দরজা খোলার প্রক্রিয়া সম্পন্ন হবে ৷ বৃহস্পতিবার, অর্থাৎ 27 এপ্রিল বাবা বদ্রীনাথের মন্দিরের কপাট সকাল 7টা 10 মিনিটে সম্পূর্ণ নিয়ম-নিষ্ঠার সঙ্গে খুলে দেওয়া হবে। তার আগে বুধবার বদ্রীনাথ মন্দিরকে 20 কুইন্টাল ফুল দিয়ে ঢেলে সাজানো হল ৷ দরজা খোলার আগের মুহূর্তে ব্যস্ত মন্দির প্রশাসন কমিটি। পাণ্ডুকেশ্বরের যোগ বদ্রী এবং কুবের মন্দিরে এদিন দরজা খোলা নিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
ভিডিয়োয় দেখা যাচ্ছে শত শত ভক্ত গান ও ভগবান বিষ্ণুর ধ্বনিতে বাবা বদ্রীর আরাধনায় মেতেছেন ৷ বুধবার পাণ্ডুকেশ্বর থেকে বদ্রীনাথ ধামের উদ্দেশে পুণ্যার্থীরা রওনা হন। উল্লেখ্য়, হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র চারধামের এই তীর্থক্ষেত্রগুলি। বছরের মধ্যে ছ'মাস বন্ধ থাকার পর প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পরে বদ্রীনাথ ধামের দরজা খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য। কেদারনাথ যেমন মহাদেবের ধাম, তেমনই বদ্রীনাথ শ্রী বিষ্ণুর স্থান। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা আকর্ষণীয় গল্প ও ধর্মীয় বিবরণ।