Jharkhali Tiger Rehabilitation Centre: দিনে দু'বার করে স্নান, গরমে ঝড়খালিতে বিশেষ ব্যবস্থা বাঘেদের জন্য - ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র

🎬 Watch Now: Feature Video

By

Published : Apr 16, 2023, 3:12 PM IST

রাজ্যজুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। বইছে গরম হাওয়া ৷ গত কয়েকদিন ধরে অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে । অসহনীয় এই গরমে নাজেহাল অবস্থা পশুপাখি থেকে জীবজন্তুর ৷ এমন পরিস্থিতিতে সুন্দরবনে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেদের আরামের বন্দোবস্ত করেছে বনদফতর । যাতে এই প্রাণীগুলি অসুস্থ না-হয়ে পড়ে, সেই জন্য দিনে অন্তত পক্ষে দু'বার করে স্নান করানো হচ্ছে তাদের । রয়্যাল বেঙ্গল টাইগারদের ঘন ঘন দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জলও । বন দফতর জানিয়েছে, হঠাৎ তীব্র গরমে বাঘেদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এখন তিনটি বাঘ রয়েছে ৷ গরমে তাদের যাতে কষ্ট না হয়, তার জন্য বিশেষ পাখার ব্যবস্থা করা হয়েছে। বাঘের খাঁচার কাছে তো বটেই আশপাশেও বড় বড় পাত্র রাখা হয়েছে। সেগুলোতে জল ঢেলে রাখা হয়েছে। রাখা হয়েছে বাথ টাব। এছাড়াও বাঘের বিচরণ ক্ষেত্রের বেশ কিছু জায়গায় ছায়ার বন্দোবস্ত করা হয়েছে । বাঘেদের দেখভালের দায়িত্বে থাকা পশু চিকিৎসক সুপ্রভাত সাফুই জানাচ্ছেন, এই সময়টা ওদেরও খেয়াল রাখা জরুরি। বাঘগুলির শরীর ঠান্ডা রাখার জন্য দিনে কমপক্ষে দু'বার করে স্নান করানো হচ্ছে। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের আধিকারিক দীপঙ্কর সরকার জানান, সকালে ও বিকেলে দিনে দু'বার করে ওদেরকে স্নান করানো হচ্ছে । ওদের শরীর ঠান্ডা রাখার জন্য বনদফতরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.