Aliah University Land Issue: ফিরহাদের ‘বদমাশ’ ও জমি ইস্যুতে ফের মিছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

By

Published : Dec 5, 2022, 8:22 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

thumbnail

আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিতে প্রস্তাবিত ছাত্রাবাস, খেলার মাঠ, স্টাফদের কোয়ার্টার, লাইব্রেরি-সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার দাবিতে দীর্ঘদিন ধরে সরব পড়ুয়ারা ৷ আর এই ইস্যুতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের ‘বদমাশ’ বলেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এই দুই ইস্যুকে সামনে রেখে আবারও রাস্তায় নামলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা (Aliah University Students Protest Rally Over Land Issue) ৷ পাশাপাশি, মন্ত্রীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা ৷ পড়ুয়াদের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিকে (Aliah University Land Issue) খালি হিসেবে দেখিয়ে অন্য প্রতিষ্ঠানকে হস্তান্তর করে দেওয়া হচ্ছে ৷ যেখানে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রাবাস, খেলার মাঠ, স্টাফ কোয়ার্টার ও লাইব্রেরির প্রস্তাব পাশ হয়ে পড়ে রয়েছে ৷

Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.