Agnimitra Slams Moloy: 'দিল্লিতে আপনাকে যেতেই হবে', মলয় ঘটককে খোঁচা অগ্নিমিত্রার
🎬 Watch Now: Feature Video
"অধীর রঞ্জন চৌধুরী, মহম্মদ সেলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে আর পটনায় ওনাদের নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে জোট বাঁধছে ৷ সিপিএম, কংগ্রেসকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে দেওয়া ৷" পাণ্ডবেশ্বরের ভোটের প্রচারে গিয়ে একযোগে কংগ্রেস ও সিপিএম এবং তৃণমূলকে আক্রমণ অগ্নিমিত্রা পলের।
এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে আক্রমণ করেন তিনি । অগ্নিমিত্রা বলেন, "বাংলার মানুষের প্রশ্নকে কেন ভয় পাচ্ছেন? ইডি, সিবিআইয়ের কাছে যেতে আপনাকে হবেই ৷ যদি চুরি, দুর্নীতি না-করে থাকেন তাহলে ভয় কীসের। কীসের জন্য যাচ্ছেন না ইডি, সিবিআইয়ের কাছে।" আসানসোল দক্ষিণের বিধায়িকা এদিন এও জানান, সারা রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে এই জেলার পাণ্ডবেশ্বরেও সন্ত্রাসের হাওয়া। বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে। তাঁদের ভয় দেখানো হচ্ছে। কিন্তু যারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মরণপণ লড়াই করবে।
তাঁর কথায়, "আমরা আশাবাদী পাণ্ডবেশ্বরে যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে বিজেপি ভালো ফল করবে।" উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে অগ্নিমিত্রা পল আগাগোড়াই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে তুলোধনা করলেন। পটনাতে সদ্য বিরোধীদের যে বৈঠক হয়েছে তাতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বলে অভিযোগও তোলেন এই বিজেপি বিধায়ক।