Agnimitra Paul: মারতে এলে মার, চায়ে পে চর্চা থেকে হুঙ্কার অগ্নিমিত্রার - লেকটাউনে চায়ে পে চর্চায় অগ্নিমিত্রা পল
🎬 Watch Now: Feature Video
রবিবার সকালে লেকটাউনে চায় পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul Criticised TMC at Laketown Chai Pe Charcha)। দলীয় কর্মীদের চা বিতরণ করার পাশাপাশি এদিন তৃণমূলের সমালোচনায় সরব হন তিনি । এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন মারতে এলে মার ৷ তারপর যা হবে দল দেখে নেবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST