Abhishek Banerjee in Birbhum: বীরভূম সফরে অভিষেককে স্বাগত জানালেন শতাব্দী-চন্দ্রনাথরা - তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 9, 2023, 8:08 PM IST

পঁচিশে বৈশাখ তিনদিনের বীরভূম সফরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । জনসংযোগ যাত্রার পঞ্চদশ দিনে লোহাপুরে তাঁকে স্বাগত জানান জেলা তৃণমূল নেতৃত্ব ৷ 11 মে পর্যন্ত এই জেলাতেই একাধিক জনসংযোগ যাত্রার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷ মঙ্গলবার তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ দলের কোর কমিটির সদস্যরা ও অন্যান্য নেতৃত্বরা ৷ পুষ্পস্তবক দিয়ে অভিষেককে স্বাগত জানানো হয় । রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে নলহাটি বাসস্ট্যান্ডে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শুরু হয় অভিষেকের বীরভূম সফর ৷ অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এতগুলি কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'তৃণমূলে এল নবজোয়ার' এই ব্যানারে তিনি জনসংযোগ যাত্রা শুরু করেছেন । জেলায়-জেলায় ঘুরে রোড-শো, মিছিল, জনসভা, পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে ভোটাভুটি করছেন তিনি ৷ কখনও দলীয় কর্মীর বাড়িতে খাওয়া-দাওয়া করে জনসংযোগ করছেন অভিষেক । তবে এই মুহুর্তে অনুব্রতহীন বীরভূম ৷ এই জেলার সাংগঠনিক রাশ ধরেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অনুব্রতকে পদে বহাল রেখে 9 জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন তিনি ৷ তাই এই জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল  ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.