Ek Dake Abhishek: ডায়মন্ডহারবারের ধাঁচে জলপাইগুড়ি-সহ 3 জেলায় 'এক ডাকে অভিষেক'

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 13, 2022, 1:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ধুপগুড়ির মঞ্চ থেকে ডায়মন্ডহারবার মডেলের ধাঁচে তিন জেলার জন্য টোল ফ্রি নম্বর চালু (Ek Dake Abhishek) করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । মঙ্গলবার তিনি মঞ্চ থেকে বলেন, "আমি ডায়মন্ডহারবারে একটি হেল্পলাইন চালু করেছি । সেই হেল্পলাইনে আলিপুরদুয়ারের ফালাকাটার একজায়গায় বিদ্যুৎ নেই বলে ফোন করা হয়েছিল । সেখান থেকে ফোন পাওয়ার পর আমি সমস্যা মিটিয়ে দিয়েছি । আমি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জন্য নম্বর দিয়ে যাচ্ছি । সকাল 9টা থেকে 6টা পর্যন্ত 7887778877 এই নম্বরে ফোন করবেন । ব্লকের নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাবেন (helpline number) । আমি আপনার পরিচয় গোপন রাখব । আমি প্রতিমাসে আসব । আগামী ছয় মাসের মধ্যে আপনারা যে তৃণমূল কংগ্রেসকে দেখতে চান তা দেখাব ।" এই সভায় উপস্থিত ছিলেন দুই জেলার জেলা সভাপতি-সহ অন্যান্য নেতারাও ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.