Abhishek Banerjee: নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করতে অভিষেকের রোড-শো - অভিষেক বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 4, 2023, 10:21 PM IST

দলের নীচু তলার কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এর আগে জনসংযোগ কর্মসূচি করেছিলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর নির্বাচনের আগে দলের কর্মীদের চাঙ্গা করতে রোড-শো করলেন তিনি ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে মুরারি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

এদিন অভিষেকের রোড শো-কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী-সহ অন্যান্য নেতৃত্বরা । অভিষেকের এই রোড শো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচনের আগে উজ্জীবিত হলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । এদিন অভিষেকের খালি রোড শো করে কোনও বক্তব্য না দিয়েই আবার ফিরে যান । এদিন রোড শো করলেও কোনওরকম রাজনৈতিক মন্তব্য করেনি অভিষেক ৷ তবে অভিষেককে স্বাগত জানাতে দলীয় সমর্থকরা অভিষেকের নামের অক্ষর লেখা একটি বিশেষ ধরনের টি-শার্ট পড়েছিলেন ৷ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় শাসকদলের 'সেকেন্ড ইন কম্যান্ড'কে ৷    

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.