Jalpaiguri Immersion Accident: প্রাণের তোয়াক্কা না করে জলে ঝাঁপ, 10টি জীবন বাঁচান মানিক - 10 জনের জবীন বাঁচালেন মানিক
🎬 Watch Now: Feature Video
দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদিতে হঠাৎই আসা হড়পা বান প্রাণ কেড়েছে 8 জনের ৷ সেইসময়ে মাল নদীতে ঠাকুর বিসর্জন দেখতে গিয়েছিলেন তেশিমলা গ্রামের যুবক মহম্মদ মানিক(Manik Save 10 life) ৷ কিন্তু হঠাৎ আসা হড়পা বান সব ওলট-পালট করে দেয় ৷ চোখের সামনে একাধিক মানুষকে ভেসে যেতে দেখেন ৷ এরপর আর নিজেকে আর ধরে রাখতে পারেননি ৷ নিজেই ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে ৷ ভেসে যাওয়া 10 জনের প্রাণ রক্ষা করেন এই যবক ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST