Dolphin Rescue: মন্দারমণির সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন, দেখতে উপচে পড়ল ভিড়
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার জীবন্ত ডলফিন । বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই সৈকতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা । খবর দেওয়া হয় মন্দারমণি থানা ও বন দফতরে । বন দফতরের কর্মীরা এসে আহত ডলফিনটিকে উদ্ধার করেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মন্দারমণির সমুদ্র সৈকত থেকে সামান্য দূরে একটি ডলফিনকে আহত অবস্থায় ভাসতে দেখেন মৎস্যজীবীরা । ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা রয়েছে । সামান্য জলে ছটফট করছিল ।মৎস্যজীবী ও স্থানীয়দের ধারনা, সমুদ্রে ট্রলার কিংবা জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মন্দারমণির দিকে ভেসে আসে ।
দেখার পরই আহত ডলফিনটিকে মৎস্যজীবীরা উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে । খবর দেওয়া হয় মন্দারমণি থানায় । পুলিশ এসে ডলফিনটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে । জানা গিয়েছে, এই ডলফিনগুলো সাধারণত গভীর সমুদ্রে থাকে । মৎস্যজীবীদের দাবি, জাহাজ বা ট্রলারের গায়ে ধাক্কা লেগে সম্ভবত আহত হয়ে যায় এই ডলফিনটি । তাই ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে চলে আসে ৷ তবে দেখার পর উদ্ধার করায় মৎস্যজীবীদের ধন্যবাদ দিয়েছে বন দফতর ৷