Santragachi Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 5টি গাড়িকে ধাক্কা মারল পণ্যবাহী কন্টেনার, আহত একাধিক
🎬 Watch Now: Feature Video
কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে সাঁতরাগাছি অভিমুখে যাওয়ার সময় ব্রিজ থেকে নেমেই খেজুরতলা মোড়ের কাছে একটি পণ্যবাহী কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে(Santragachi Road Accident) বুধবার রাতে। ব্রিজের ঢাল থেকে নামার সময় গাড়ির গতি অতিরিক্ত থাকার কারণে ওই কন্টেনারটি পরপর পাঁচটি গাড়িকে ধাক্কা মারে(a Cargo Container hits 5 Cars in a Row in Santragachi)। দুর্ঘটনায় কারোর মৃত্যুর খবর না থাকলেও এর জেরে বেশ কয়েকটি গাড়ির যাত্রীরা আহত হন । সকলকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সবকটি গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কারণে 116 নম্বর জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয় । সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গাড়িগুলোকে অন্য রাস্তায় সরিয়ে দিয়ে যানজট নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কর্তব্যরত আধিকারিকরা ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST