দেখে বোঝার উপায় নেই ! 30 ইঞ্চি উচ্চতার কৈলাশ 18 হতেই দিলেন ভোট - 30 inch tall Kailash voted
🎬 Watch Now: Feature Video
Published : Nov 18, 2023, 2:45 PM IST
মধ্যপ্রদেশে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন ৷ এরমধ্যে মন্ডলা জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে 945টি ভোটকেন্দ্র স্থাপন করা হয় ৷ এখানে ভোটার সংখ্যা 7 লাখ 93 হাজার 300 জন ৷ যার মধ্যে পুরুষদের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি ৷ যে কারণে 90টি গোলাপি বুথ স্থাপন করা হয় ৷ যেখানে এই বুথগুলি চালানোর দায়িত্ব মহিলাদের উপরেই ছিল ৷ মন্ডলা জেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় 37 হাজার ৷ সেখানে খন্ডদেবরা গ্রামের ছোট্ট ভোটার কৈলাশ ঠাকুর, যিনি প্রথমবার ভোট দিয়েছেন ৷ তবে প্রথমবার তাঁকে দেখলে বোঝা যাবে না তিনি 18 বছর পা দিয়েছেন ৷ আসলে তিনি মাত্র 30 ইঞ্চি লম্বা এবং 9বি শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ প্রথমবার ভোট দেওয়ার পরে তাঁকে খুব উত্তেজিত দেখাচ্ছিল ৷ শুক্রবার তিনি ভোট দিতে তাঁর বোনকে নিয়ে কেন্দ্রে পৌঁছান যা মান্ডলা জেলায় আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ শুধু তাই নয়, তাঁকে দেখতে সকলে ভোটকেন্দ্রেও পৌঁছয় ৷ প্রথমবার ভোট দিয়ে বেশ খুশি কৈলাশ ৷ জানিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি খুশি ৷