TMC Inner Clash: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত 3, বাড়ি ভাঙচুর দিনহাটায় - 3 Injured in TMC Inner Clash

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 7, 2023, 5:55 PM IST

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হলেন 3 জন । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 1 ব্লকের গিতালদহ বাজারে ৷ একরামুল হক নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাঠ চালানো হয় বলেও অভিযোগ । খবর পেয়ে পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর দাবি, একরামুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত । সেই কারণে এদিন তৃণমূল কর্মীরা ওই বাড়িতে গিয়েছিল । তাছাড়া একরামুল হক তৃণমূলের কেউ নয় । তাঁর স্ত্রী অনেক আগে পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন বলেও তৃণমূলের একাংশের দাবি ৷ । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দিনহাটার গিতালদহে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে । এদিন সকালে স্থানীয় তৃণমূল কর্মী একরামুল হকের বাড়িতে তাঁর ঘনিষ্ঠরা জড়ো হলে বিরোধীরা হামলা চালায় । বাড়িতে ভাঙচুর করা হয় । আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । এই বিষয়ে তৃণমূল কর্মী একরামুল হক বলেন, "এদিন দোকানে বসে জিনিস বিক্রি করছিলাম । হঠাৎ করেই হামলা চালানো হয় । মোবাইল ও টাকা ছিনতাই করে নেওয়া হয় ।" তৃণমূলের গিতালদহ-2 অঞ্চল সভাপতি দীনানাথ বর্মন বলেন, "এদিন একরামুলের সঙ্গে দেখা হওয়ায় ও বাড়িতে চা খেতে ডাকে । আমি বাড়ির ভেতরে বসেছিলাম । ও দোকানে ছিল । হঠাৎ বাঁশ, বাটাম নিয়ে হামলা চালানো হয় ।" যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি আনারুল হক জানিয়েছেন, ওই বাড়িতে জুয়া খেলা হত । সেটা ভাঙতে গিয়েছিল দলের ছেলেরা । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.