TET Agitation: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের - টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 6:35 PM IST

কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে মঙ্গলবার দুপুরে করুণাময়ী সংলগ্ন অঞ্চলে জমায়েত করলেন 2022 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা । দ্রুত নিয়োগের দাবিতে তাদের আজকের এই অভিযান বলে জানা গিয়েছে । সল্টলেকের 10 নম্বর ট্যাংক অঞ্চলে জমায়েত করেন তাঁরা । একটি মিছিল এসে পৌঁছয় সংলগ্ন ভিডিয়োকন মাঠের পাশে । সেখানে উপস্থিত ছিল বিধাননগর পুলিশের বিশালবাহিনী । তার আগে থেকেই ওই অঞ্চলটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল ।

আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে ঘিরে থাকা অংশে বসতে রাজি না হওয়ায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে । আন্দোলনকারী পরীক্ষার্থীদের অভিযোগ, 2017 সালে যারা টেট পরীক্ষার্থী বা টেট পাস করেছেন তাদের চাকরি এখনও পর্যন্ত হয়নি ৷ এর পাশাপাশি সরকার জানিয়েছিল বছরে দু'বার করে টেট পরীক্ষা হবে বা বছরে দু'বার নিয়োগ হবে । 2017-এর পর 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত তার বিজ্ঞপ্তি জারি হয়নি । 

তাঁরা চাইছেন, অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হোক ৷ নিয়োগ প্রক্রিয়া শুরু হোক ৷ বিক্ষোভকারী পরীক্ষার্থীরা জানিয়েছেন, আজ থেকে আগামী 24 ঘণ্টা ধরে করুণাময়ী ভিডিয়োকন মাঠের সামনে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা ৷ তাঁদের মধ্যে থেকে 10 জনের প্রতিনিধি দল যাবে এপিসি ভবনে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এবং নিজেদের দাবি জানাবেন সেখানে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.