Jalpaiguri Road Accident: ডুয়ার্সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত 2 - ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত 2

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 19, 2023, 11:11 PM IST

ভয়াবহ দুর্ঘটনা মৃত 2 যুবক  (2 Youths Died in a Horrible Car Accident) ৷ আহত হয়েছেন এক মহিলা । রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খুনিয়া মোড় এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের । গুরুতর জখম এক যুবতী । মৃতদের নাম চরণদীপ সিং(30) মনপ্রিত সিং(27)। জখম যুবতীর নাম হরমিত কাউর (22)। সকলের মাদারিহাট ব্লকের বীরপাড়া শহরের বাসিন্দা । শনিবার শেষ রাত থেকে ডুয়ার্সের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে (Accident in Jalpaiguri) । রবিবার সকাল দশটা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল । বষ্টিতে পাহাড়ি রাস্তা মরণ ফাঁদ হয়ে যায় ৷ পুলিশ ও অন্যান্য সূত্র খবর, ছোট গাড়িতে চেপে 3জন শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন । নাগরাকাটা পেরিয়ে চাপরামারি বনাঞ্চলের মাঝে খুনিয়া মোড় এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি । প্রচন্ড সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ । গুরুতর আহত অবস্থায় দুই যুবক ও এক যুবতীকে উদ্ধার করে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন ৷ জখম যুবতীকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান । পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.