Jagadhatri Puja 2022: ইকড়া গ্রামের বাবু পরিবারের 130 বছরে জগদ্ধাত্রী পুজো - জগদ্ধাত্রী পুজো
🎬 Watch Now: Feature Video
বাবু পরিবারের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) আনন্দে মেতেছে জামুড়িয়া । ইকড়া গ্রামে হয় বাবু পরিবারের জগদ্ধাত্রী পুজো । এই পুজোতে একদিনেই সপ্তমী থেকে নবমীর পুজো হয় । জগদ্ধাত্রী পুজোয় মহাপ্রসাদের আয়োজন ও দু'দিনব্যাপী কলকাতার দলের যাত্রাপালা হয় এখানে । সন্ধ্যের পর থেকে জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমান এলাকার মানুষ। পরিবারের সদস্য চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় জানান, এই জগদ্ধাত্রী পুজো বিশেষত্ত্ব হল, ওই দিনেই সাধ্যক বামাক্ষ্যাপা এসেছিলেন ইকড়া গ্রামের বাবু পরিবারের বাসন্তী মন্দিরে । তারপর থেকে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় । এ বছর জগদ্ধাত্রী পুজোর 130 বছর।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST