Bengal Civic Polls 2022: পৌরভোটে খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সংবাদমাধ্যম - পৌরনির্বাচনে খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত সংবাদমাধ্যম
🎬 Watch Now: Feature Video
মধ্যমগ্রাম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দুটি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছিল বামপ্রার্থীর এজেন্টের বিরুদ্ধে (Bengal Civic Polls 2022)। সেই খবর সংগ্রহ করতে গিয়ে মধ্যমগ্রামে শাসকদলের গুন্ডাবাহিনীর রোষানলে পড়তে হল একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে। অভিযোগ বুথ চত্বরে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সামনেই বহিরাগত দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর। মারধর এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ উঠেছে। সবটাই চলে পুলিশের সামনে। তা সত্বেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল। খবর সংগ্রহ করতে গিয়ে বারবার সংবাদমাধ্যমের উপর এই নির্লজ্জ আক্রমণ শাসকদল নামিয়ে আনছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। মারধরে বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022