দার্জিলিংয়ে তুষারপাত, আনন্দে মাতলেন পর্যটকরা - তুষারপাত দার্জিলিংয়ে
🎬 Watch Now: Feature Video
সকাল থেকেই তুষারপাত দার্জিলিংয়ে ৷ তবে শুধু দার্জিলিং না, ধোত্রে, রিম্বিক, গৌরিবাসেও একনাগাড়ে তুষারপাত ৷ খুশি পর্যটকরা ৷ বরফ নিয়ে খেলায় মেতেছে কচিকাঁচারা ৷ কারও কারও এই প্রথম বার তুষারপাতের অভিজ্ঞতা ৷ খুশিতে মেতে উঠেছেন প্রত্যেকে ৷