Kunal Slams Suvendu : পবিত্র শহিদ বেদীতে 'হঠাৎ হিন্দু'র স্পর্শ করার অধিকার নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে কটাক্ষ কুণালের

By

Published : Mar 14, 2022, 10:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

thumbnail

"হঠাৎ হিন্দু সেজেছে ৷ আগে যে জন ধর্ম নিরপেক্ষ ছিল, আজ মুসলিমরা তার কাছে জেহাদি, লুঙ্গিবাহিনী, পাকিস্তানি পরিচিতি পেয়েছে ৷ কিন্তু নন্দীগ্রামে আজকের দিনে যারা প্রাণ দিয়েছিলেন তার মধ্যে মুসলিমরাও আছেন ৷ তাই এই হঠাৎ হিন্দুর কোনও অধিকার নেই শহিদ বেদী স্পর্শ করার ৷ ও একটা রাজনৈতিক বেজন্মা ৷" কৃষক দিবসের দিন নন্দীগ্রামে শহিদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে এভাবেই শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন (Kunal Slams Suvendu) তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh Slams Suvendu Adhikari in Nandigram) ৷ সোমবার ভাঙাবেড়াতে কৃষক দিবস উদযাপন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি । এখানে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দোলা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ প্রসঙ্গত, 2007 সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণের প্রতিবাদে 14 মার্চ পুলিশ এবং সিপিআইএম সমর্থকদের গুলিতে 14 জন কৃষক নিহত হন । সেই কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূল এই দিনটিকে ‘কৃষক দিবস’ হিসাবে পালন করে ।

Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.