IND vs WI Third T20 at Eden : তৃতীয় ম্যাচে বাড়ছে দর্শকসংখ্যা, ইডেনের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার - ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-20 ম্যাচ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 19, 2022, 9:46 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

সিরিজের প্রথম দু'ম্যাচে কেবল ইডেনের আপার টায়ার খোলা ছিল দর্শকদের জন্য ৷ কোনও বাইরের টিকিট নয়, কেবল অনুমোদিত ক্লাব সদস্যদেরই অনুমতি ছিল ম্য়াচ দেখার ৷ রবিবার তৃতীয় ম্যাচেও সাধারণের জন্য টিকিটের বন্দোবস্ত থাকছে না, তবে বহু অনুরোধে বাড়ছে দর্শকসংখ্যা ৷ অনুমোদিত ক্লাব সদস্যদের পাশাপাশি সিএবি'র আজীবন সদস্য পদাধিকারী, সহযোগী সদস্য, সাম্মানিক সদস্য পদাধিকারীরা ম্যাচ দেখতে আসার সুযোগ পাবেন ৷ সবমিলিয়ে প্রায় 30 হাজার দর্শক রবিবাসরীয় ইডেনে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে ৷ নিয়মরক্ষার ম্যাচ হলেও দর্শক প্রবেশের অনুমতি রবিবারের ম্যাচে আলাদা মাত্রা যোগ করেছে। তার আগে শনিবার ক্রিকেটের নন্দনকাননে ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন কলকাতার নয়া মহানগরিক বিনীত কুমার গোয়েল (Kolkata Police Commissioner visits Eden Gardens before third T20 on Sunday) ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.