Left Front Deputation : জলপাইগুড়িতে বাম-মিছিলে লাঠিচার্জে অভিযুক্ত পুলিশ - Jalpaiguri Police Allegedly charge lathi on Left Front Rally
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়ি পৌরসভার নির্বাচনে (Jalpaiguri Municipality Election 2022) ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল । আজ, সোমবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দফতরে বামফ্রন্টের প্রতিনিধিরা এই নিয়ে ডেপুটেশন জমা দিতে যান (Left Front Deputation at Jalpaiguri) ৷ অভিযোগ, ওই মিছিলের উপর পুলিশ লাঠিচার্জ করে (Jalpaiguri Police Allegedly charge lathi on Left Front Rally) ৷ আহত হন একাধিক বামফ্রন্টের নেতা ও কর্মীরা । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বিপুল সান্যাল অভিযোগ করেন, ‘‘গতকাল জলপাইগুড়ি শহরের বেশকিছু ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট হয়েছে । আমরা তার প্রতিবাদ করে স্মারকলিপি দিতে এসেছিলাম । কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে ।’’
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST