Bijaya Dashami : বাংলাদেশের ঢাকেশ্বরী সর্বজনীনে প্রথা মেনে সিঁদুরখেলা - sindur khela
🎬 Watch Now: Feature Video
ঢাকার ঢাকেশ্বরী সর্বজনীনের দুর্গাপুজো বাংলাদেশের সব পুজোগুলোর মধ্যে অন্যতম । প্রথা মেনে বিজয়া দশমীতে সিঁদুর খেলার উচ্ছ্বাসে মেতেছেন এখানকার মানুষজন ৷ কথিত আছে, সতীর একান্নপীঠের মধ্যে অন্যতম পীঠ হল এই ঢাকেশ্বরী ৷ অনেকে মনে করেই এই শতাব্দী প্রাচীন মন্দিরের নাম থেকেই ঢাকা শহরের নামকরণ হয়েছে ৷ এই পুজোর ঐতিহাসিক গুরুত্বই বাংলাদেশের মানুষজনকে বেশি আকৃষ্ট করে ৷