বিশ্বে একদিনে কোরোনায় আক্রান্ত 5 লাখ 26 হাজারের বেশি - corona update in world
🎬 Watch Now: Feature Video
বিশ্বে একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে 5 লাখ 26 হাজার 734 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 9 হাজার 114 জনের ৷ এখনও পর্যন্ত মোট কোরোনায় সংক্রমিত হয়েছে 4 কোটি 48 লাখ 54 হাজার 43 জন এবং মৃত্যু হয়েছে 12 লাখ 20 হাজার 535 জনের ৷ সংক্রমণের দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ৷ অ্যামেরিকা ও ব্রাজ়িল প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে ৷ আজ দেখে নিন কোন দেশে কত সংক্রমণ ....