কোন দেশে কোরোনা সংক্রমণ কত ? দেখুন ভিডিয়োয় - বিশ্বে কোরোনা সতর্কতা
🎬 Watch Now: Feature Video
বিশ্বে কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ সংক্রমণের পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও ৷ এপর্যন্ত বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3 কোটি 3 লাখ 51 হাজার 589 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 লাখ 9 হাজার 290 ৷ একদিনে মৃত্যু হয়েছে 5 হাজার 391 জনের ৷ সংক্রমণের নিরিখে ভারতের স্থান দ্বিতীয় ৷ প্রথম অ্যামেরিকা ও তৃতীয় ব্রাজ়িল ৷ এক নজরে দেখে নিন কোন দেশে কোরোনা সংক্রমণ কতটা...