Independent Candidate Nomination : নির্দল প্রার্থীকে মনোনয়নে বাধা, পুলিশের সক্রিয়তা নিয়ে তৃণমূলের প্রকাশ্যে ক্ষোভ - Independent Candidate Nomination prevent by police and tmc leader at Jalpaiguri

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 12, 2022, 11:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

নির্দল প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধায় পুলিশের অতিসক্রিয়তা। জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তোলা হল। দল এমন ঘটনাকে সমর্থন করে না। কার নির্দেশে নির্দল প্রার্থীর মনোনয়নে বাধা দেওয়া হল কো-অর্ডিনেটরের কাছে জবাব চাইল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি (Independent Candidate Nomination At Jalpaiguri)। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ 1নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগ পুলিশের বিরুদ্ধেও ৷ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা দেবার বিষয়টি জানিয়ে হাইকোর্টে মামলা করেন। এরপর হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে ফের আটকায় পুলিশ। এরপর আদালত অবমাননার মামলা করেন মলয় বন্দ্যোপাধ্যায়। এতেই অস্বস্তিতে পরে শাসক দল তৃণমূল। আগামী সোমবার জলপাইগুড়ি রিটার্নিং অফিসারকে সশরীরে হাইকোর্টের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ প্রকাশ্য সভায় ক্ষমা চেয়ে নেন। ভরা সভায় সৈকত চট্টোপাধ্যায়কে বসিয়েই একের পর এক নেতা ঘটনার নিন্দা করতে থাকেন।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.