Bombs Recovered in Murshidabad : ফরাক্কায় তিন ব্যাগ ভর্তি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার - Bombs Recovered in Murshidabad
🎬 Watch Now: Feature Video
মুর্শিদাবাদের ফরাক্কায় স্কুলের পিছনে বাগান থেকে উদ্ধার বোমা ও বোমা তৈরির সরঞ্জাম (Hand Bombs and Bomb-Making Equipments Recovered in Murshidabad) ৷ ফরাক্কার হাজাপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ৷ ওই গ্রামের একটি শিশু শিক্ষাকেন্দ্রের পিছনে আম ও লিচুর বাগান রয়েছে ৷ সেখানেই তিনটি ব্যাগে বোমাগুলি উদ্ধার হয় ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে খবর আসে ওই বাগানে বোমা মজুত করা হয়েছে ৷ সেইমতো, রাতে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে ৷ এর পর আজ সকালে সেখানে গিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে, ব্যাগের ভিতরে 21টি বোমা উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি, বোমা তৈরির সামগ্রী ও বারুদ উদ্ধার হয়েছে ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷ পুলিশের অনুমান ওই বাগানেই বোমা তৈরি করা হত ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST