Tarapith : দু'বছর পর তারাপীঠের মন্দিরে হল কুমারী পুজো - Kali Pujo
🎬 Watch Now: Feature Video
কোভিডের জন্য বন্ধ ছিল ৷ তবে এবছর দু'বছর পর ফের অনুষ্ঠিত হল কুমারী পুজো ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত প্রথা মেনে তারাপীঠের মন্দিরে সম্পন্ন হল কুমারী পুজো ৷ করোনা পরিস্থিতিতে বিধি মেনেই তা অনুষ্ঠিত হয় ৷ ভক্তদের মধ্যে যাঁরা আসতে পারেননি তাঁরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দায় পুজো দেখতে পান ৷