Fire at Cooch Behar MJN Hospital : কোচবিহার মেডিক্যালের ডায়ালিসিস ওয়ার্ডে আগুন - Fire at Cooch Behar MJN Hospital
🎬 Watch Now: Feature Video
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Fire at Cooch Behar Government Medical College & Hospital) । মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে । মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন ডায়ালিসিস ইউনিটের একটি এসি মেশিন থেকে ধোঁয়া বেরতে দেখেন স্বাস্থ্যকর্মীরা । সেখানেই আগুন লেগে যায় । দমকল পৌঁছানোর আগেই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সেই আগুন নিভিয়ে ফেলেন । সেই সময় 4 জন রোগীর ডায়ালিসিস চলছিল ৷ প্রচণ্ড ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্ট শুরু হয় । সেই সময় তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় । তবে হতাহতের কোনও খবর নেই ৷ হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ জানান, আগুন নিভেছে । পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ।