Illambazar Health Worker Death Case : স্বাস্থ্যকেন্দ্রে মহিলা কর্মীর রহস্যমৃত্যু - mysterious death of female worker in illambazar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 26, 2022, 5:27 PM IST

রহস্যজনক ভাবে মৃত্যু হল স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর (Illambazar Health Worker Death Case) ৷ ঘটনাটি ঘটে ইলামবাজার থানা এলাকায় ৷ মৃত কর্মীর নাম শ্রাবণী মণ্ডল (23) ৷ ইলামবাজার থানার ক্ষুদ্রপুর গ্রামের বাসিন্দা শ্রাবণী স্বাস্থ্যকেন্দ্রের ডেটা অপারেটর ছিলেন ৷ রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর ৷ 23 শে মার্চ পাড়ুই থানার বাতিকা উপ-স্বাস্থ্যকেন্দ্রের অফিস ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় শ্রাবণীর দেহ ৷ অভিযোগ, শ্রাবণীকে মারধর করা হয় ৷ তাঁর দাঁত ভাঙা ছিল ৷ এদিন মৃতার বাড়িতে যান বিজেপির 6 বিধায়কের প্রতিনিধিদল ৷ বিজেপি বিধায়ক শ্রীরূপা মৈত্র চৌধুরী, মালতি রাভা রায়, শিখা চট্টোপাধ্যায়, তাপসী মণ্ডল, অম্বিকা রায়, অনুপ সাহা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ বীরভূমে একের পর এক মৃত্যুর ঘটনায় নিন্দায় সরব হন এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি তোলেন তাঁরা ৷ পরে সেখান থেকে পাড়ুই থানায় যান তাঁরা ৷ প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.