Ex Minister at Pool Party : পৌরপ্রধান হয়েই জলকেলিতে মাতলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু - Ex Minister at Pool Party
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14782218-thumbnail-3x2-minister.jpg)
ফের ইংরেজবাজার পৌরসভার মসনদ পেতেই ‘ফর্ম’-এ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । পুল পার্টিতে মেতে উঠলেন প্রাক্তন মন্ত্রী (Krishnendu Narayan Choudhury at Pool Party ) । শুক্রবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে অংশ নিয়েছিলেন তিনি । শনিবার পাড়ার লোকেদের সঙ্গে হোলিও খেলেন । এদিন দুপুরে ফের রঙিন মেজাজে ধরা দিলেন পঞ্চমবার ইংরেজবাজারের পৌরপ্রধানের পদে বসা কৃষ্ণেন্দু ৷ তিনি বলেন, ‘‘পরিবারের অনেকেই বাইরে পড়াশোনা করে । দোল উৎসবে তাঁরা বাড়ি ফিরে এসেছে । ওরা বন্ধুদের নিয়ে পার্টি করছে । আমিও তাতে যোগ দিয়েছি । বেশ ভাল লাগছে ।’’
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Ex Minister at Pool Party