Vicky Kaushal in Kolkata: কলকাতায় ভিকি কৌশল, ডার্বির সাক্ষী থাকবেন অভিনেতা - ডার্বি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 12, 2023, 12:06 PM IST

Updated : Aug 12, 2023, 12:41 PM IST

টিকটিক করে এগোচ্ছে ঘড়ির কাঁটা ৷ আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলেছে চিরপরিচিত ঘটি-বাঙালের লড়াই ৷ আজকের ম্যাচ জিতবে কে? তা নিয়ে এখন বাংলা ভাগ হয়ে গিয়েছে দুটিভাগে ৷ মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ মরশুমের প্রথম ডার্বি কলকাতায়  ৷ সেই ডার্বি ম্যাচের পারদ আরও চড়িয়ে দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল ৷ শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন তিনি ৷ উদ্দেশ্য, মাঠে গিয়ে দেখবেন ডার্বি ম্যাচ ৷ এর বেশি কিছু এই মুহূর্তে আর জানা যায়নি ৷ তবে সূত্রের খবর, ডার্বি শুরুর আগে বা হাফটাইমে থিম সং নিয়ে কিছু একটা পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের ৷ ফুটবলারদের সঙ্গেও দেখা করবেন অভিনেতা ৷ খেলা উপভোগ করবেন গ্যালারিতে বসেও ৷ এদিন উরি খ্যাত অভিনেতাকে দেখা গিয়েছে, হুডি দেওয়া ছাই রঙের ফুল স্লিভ গেঞ্জিতে ৷ চোখে কালো রোদচশমা ৷ মাথায় টুপি ৷ পায়ে স্পোর্টস শু ৷ ডার্বিতে গত আট বারের লড়াইয়ে হেরেছে ইস্টবেঙ্গল ৷ শনিবার জেতার খাতা খুলতে পারে কি না, তার অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ অন্যদিকে, মোহনবাগান দলে দেশের সেরা তিন জন মিডফিল্ডার রয়েছেন ৷ সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা ও লিস্টন কোলাসো ৷ ফলে এই ফুটবল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে ৷ যুবভারতী স্টেডিয়ামে বিকেল পৌনে 5টা নাগাদ শুরু হবে এই মরশুমের ডুরান্ড কাপ ফুটবল ম্যাচ ৷

Last Updated : Aug 12, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.