Ashoke on Union Budget: বাজেটে অবহেলিতই থেকে যায় বিনোদন জগত, দাবি অশোক পণ্ডিতের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 1, 2023, 11:11 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

আজ কেন্দ্রীয় বাজেট ৷ 2022-23 সালের জন্য বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । বাজেটকে ঘিরে চাহিদা এবং আশা আকাঙ্ঘা নিয়ে আলোচনা চলছে দেশের সর্বত্র ৷ এবারের বাজেট থেকে কি প্রত্যাশা বিনোদন জগতের ? এবার এই নিয়ে মুখ খুললেন পরিচালক অশোক পণ্ডিত ৷ অশোক এদিন জানান বিনোদন ইন্ডাস্ট্রি বাজেটে সর্বদাই উপেক্ষিত হয়ে এসেছে (Ashoke Pandit on Union Budget 2023 )৷ তাঁর মতে আজ পর্যন্ত কোন সরকারই অন্যান্য শিল্পের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিয়ে দেখেনি ৷  

তিনি আরও জানান, প্রতিবছর বাজেটের আগেই বিনোদন জগত তা সে টেলিভিশন হোক, সিনেমা হোক বা ওটিটি সরকারের কাছে নতুন কিছু শোনার আশায় বসে থাকে ৷ কিন্তু প্রতিবছরই বাজেটে বিনোদন জগত অবহেলিতই থেকে যায়  ৷ তিনি আশা করেছেন এবারের কেন্দ্রীয় বাজেটে বিনোদন জগতের জন্য় কিছু সুরাহার ব্যবস্থা করা হবে (India Budget 2023 expectations ) ৷ প্রসঙ্গত, 2024 সালে লোকসভা নির্বাচন ৷ তাই মোদি সরকারের দ্বিতীয় পর্বে এটাই শেষ বড় বাজেট হতে চলেছে ৷ তাই বাজেট নিয়ে প্রত্যাশা সব তরফেই তুঙ্গে ৷

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.