'আফসোসের তালিকা লম্বা হোক চাই না', ইটিভি ভারতে আবেগের ঝাঁপি উজাড় করলেন স্বস্তিকা - স্বস্তিকা মুখোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 10:14 PM IST

Swastika Mukherjee: 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর 12 জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে অভিজিৎ শ্রীদাস পরিচালিত 'বিজয়ার পরে'। ছবিতে মৃণ্ময়ীর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বাংলা ও হিন্দি মিলিয়ে একগুচ্ছ কাজ এখন তাঁর হাতে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবের সঙ্গে প্রথম কাজ করতে চলেছেন তিনি ৷ ছবির নাম 'টেক্কা'। একইসঙ্গে আসছে 'নিখোঁজ টু'। 'বিজয়ার পরে' মূলত দুর্গাপুজোর আবহে তৈরি। বাবা-মায়ের সন্তানকে কাছে পাওয়ার এবং না-পাওয়ার গল্প। স্বস্তিকা কি কখনও পুজোর সময়ে থেকেছেন বাবা সন্তু মুখোপাধ্যায়কে ছেড়ে? দুর্গাপুজো ঘিরে কোন আবেগ ঘিরে রেখেছে তাঁকে? সামাজিক মাধ্যমের কটাক্ষ, ট্রল ইত্যাদিকে কীভাবে নেন তিনি? নানা প্রশ্নের ঝাঁপি নিয়ে অভিনেত্রীর দরবারে উপস্থিত হয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ স্পষ্ট জবাব অভিনেত্রীর ৷ তিনি বলেন, "আফসোস জীবনে করতে চাই না ৷ সৎভাবে এগিয়ে যেতে চাই ৷ এখনকার সমাজে ভ্যালিডেশনের জাঁতাকলে না-পড়লেই ভালো ৷ আমি মানুষ হিসাবে যেমন, তেমনই থাকার চেষ্টা করে গিয়েছি ৷ সেই সততা হয়তো ক্যামেরার সামনেও ফুটে ওঠে ৷ তাই হয়তো দর্শকরা এখনও আমার কাজ দেখতে পছন্দ করেন ৷ এই সততা ধরে রাখা যতটা কঠিন, ততটাই সহজ ৷" জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আর কী বললেন অভিনেত্রী, দেখুন ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.