Siddharth Anand on SRK: অ্যাকশন হিরো হিসাবে শাহরুখ যুগের সবে শুরু হয়েছে: সিদ্ধার্থ - শাহরুখকে নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ
🎬 Watch Now: Feature Video
'পাঠান' ছবির সাফল্য নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ কামব্যাক ছবিতে সুপারস্টার শাহরুখকে নতুন একটি অ্যাকশন অবতারের সঙ্গে ফ্যানেদের পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক ৷ যশরাজ ফিল্মসের স্পাই ইউনির্ভাসের নতুন সংযোজন পাঠান ৷ টাইগার, কবিরদের সঙ্গে এবার সেই ইউনিভার্সে যোগ দিয়েছে এসআরকে'র নতুন অবতার ৷ তাঁর এই অবতার নিয়ে এসআরকে যে কতখানি খুশি তা তো জানিয়েছিলেন আগেই ৷ তিনি এও জানিয়েছিলেন সিক্যুয়েলের জন্য় সিদ্ধার্থ ডাক দিলেই ছুটে যাবেন তিনি ৷ আর এবার সিদ্ধার্থও জানিয়ে দিলেন তিনি শাহরুখকে এই অবতারে দেখতে ঠিক কতটা আগ্রহী ৷
শাহরুখ একজন রোম্যান্টিক হিরো হিসাবেই পরিচিত ছিলেন ৷ তাই তাঁর নতুন অবতার নিয়ে বলতে গিয়ে সিদ্ধার্থ জানান, একজন অ্যাকশন হিরো হিসেবে শাহরুখের যুগ সবে শুরু হয়েছে (Siddharth Anand on Shah Rukh Khan) ৷ অর্থাৎ, শাহরুখের এই নতুন অবতার যে আরও শোরগোল ফেলবে তা একপ্রকার নিশ্চিতই করে দিয়েছেন তিনি ৷ শাহরুখের সঙ্গে সলমনকেও দেখা গিয়েছে এই ছবিতে এর পুরো কৃতিত্ব অবশ্য় আদিত্য চোপড়াকেই দিয়েছেন তিনি ৷ 8000 স্ক্রিনে মুক্তি পাওয়া 'পাঠান' ইতিমধ্য়েই বিশ্বব্যাপী 700 কোটি টাকার কাছাকাছি আয় করে ফেলেছে ৷