Tribute To Satish Kaushik: পুরীর সমুদ্র সৈকতে প্রিয় অভিনেতাকে বিশেষ শ্রদ্ধা জানালেন সুদর্শন - Sand Artist Sudarsan Pattnaik
🎬 Watch Now: Feature Video
66 বছর বয়সে অনুরাগীদের কাঁদিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা, লেখক তথা পরিচালক সতীশ কৌশিক ৷ বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত প্রয়াত হন অভিনতা ৷ তাঁর এই চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই শোকে মগ্ন অনুরাগীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মতো তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ সহকর্মীর প্রয়াণে কেঁদেছে বলিপাড়া। এবার শিল্পের মাধ্য়মে সমুদ্র সৈকতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়কও ৷ এর আগেও প্রয়াণের পর বিশিষ্ট তারকাদের এভাবেই শুভেচ্ছা জানিয়েছে ৷ তাঁর হাতের জাদুতে বালিতেই তৈরি করেছেন লতা মঙ্গেশকরের মুখ কখনও বা বানিয়েছেন বাপ্পিদার প্রতিকৃতি ৷ আর এবার গড়ে তুললেন সতীশ কৌশিকের প্রতিকৃতি (Sudarsan Pays Tribute To Satish Kaushik) ।