Durga Puja 2023: 6 ফুটের ধূপকাঠি প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের - উদ্বোধন এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-10-2023/640-480-19792578-268-19792578-1697556063345.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 17, 2023, 11:03 PM IST
ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম 'এলেম নতুন দেশে'। তৃতীয়ায় শুভ উদ্বোধন হয়ে গেল এই পুজোর । জ্বালানো হল ছয় ফুট উচ্চতার ধূপকাঠি । যা না কি জ্বলবে টানা 72 ঘন্টা ধরে । মঙ্গলবার এই দুর্গোৎসবের উদ্বোধন করলেন রাজ্য পরিবহণ দফতরের মন্ত্রী দিলীপ মণ্ডল ও অভিনেত্রী তথা এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পূর্ণা লাহিড়ী । সম্পূর্ণা বলেন, "এবার প্রথমবার আমি কোনও পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে দারুণ খুশি । এই পুজোতে তো আমি থাকবই । তা ছাড়া বেঙ্গালুরু থেকে আমার দিদি এসেছে । ওকে নিয়েও অন্যান্য পুজো মণ্ডপে যাব ভালো ভালো ঠাকুর দেখতে ।" ক্লাবের সভাপতি সঞ্জয় মজুমদার বলেন, "বিশ্ব যখন রাজনীতি, ধর্ম, পুঁজিবাদ এবং জলবায়ু সংকটের কারণে প্রতি সেকেন্ড সংকীর্ণ হয়ে আসছে ৷ এসবি পার্ক শৈল্পিক কল্পনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করে। 'এলেম নতুন দেশে' শব্দটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'তাসের ঘর' নাটকে ব্যবহার করেছিলেন। নাটকে তিনি বিভেদ, ভেদাভেদ বা ভেদাভেদ মুক্ত জীবনের কথা বলেছেন। ঠাকুরপুকুরের পুজো মণ্ডপে পা রাখলে মনে হবে যেন কারো মধ্যে কোনও বিভেদ নেই।"