টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো - ক্যাটরিনা কাইফ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 12:56 PM IST

দিওয়ালি আবহে মুক্তি পেয়েছে মণীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ৷ সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি অভিনীত এই ছবি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে ৷ শুক্রবার টাইগার 3 টিমের তরফ থেকে রাখা হয়েছিল স্পেশাল সাকসেস ইভেন্ট ৷ সেখানে উপস্থিত হন ছবির তিন তারকা ৷ দর্শক ও সঞ্চালকের নানা প্রশ্নের সম্মুখীন হন টাইগার-জোয়া ৷ হাসি-মজার ছলে জমে ওঠে আড্ডা ৷ সলমন খান জানান, একদিকে দিওয়ালি অন্যদিকে বিশ্বকাপ, তার মধ্যে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের এতটা ভালোবাসা পাবে আশা করেননি ৷ অন্যদিকে, প্রসঙ্গ ওঠে ক্যাটের সঙ্গে রোমান্স নিয়েও ৷ সহজাতভঙ্গিতে ভাইজান বলে ওঠেন, ছবিতে ক্যাটরিনা থাকলে রোম্যান্স তো হবেই ৷ নাহলে ইমরান হাসমির সঙ্গেই তিনি রোম্যান্স করতেন ৷ এরপরেই তিনি ক্যামেরার সামনে কিসিং বয়কে জড়িয়ে ধরে কিস করেন ৷ যা দেখে বেশ মজা পেয়েছেন উপস্থিত দর্শকরাও ৷ ক্যাটরিনার লেগপুল করতে ছাড়েন না সলমন ৷ তিনি ক্যাটরিনার গলায় টাইগারের পরিচিত মাফলার জড়িয়ে দিতেই, ক্যাটরিনা জানান, প্রথমবার সলমন তাঁকে কোনও উপহার দিচ্ছে ৷ সঙ্গে সঙ্গে ভাইজান অবাক হয়ে প্রশ্ন করেন, তাহলে 'টাইগার' উপহার ছিল না, 'ভারত' উপহার ছিল না, 'পার্টনার' উপহার ছিল না, 'ম্যায়নে প্যায়ার কিউ কিয়া' উপহার ছিল না ৷ এই জবাব শুনে লজ্জা পেয়ে যান ক্যাটও ৷ সবমিলিয়ে এদিনের সাকসেস ইভেন্ট ছিল জমজমাট ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.