Rajnandini Paul on Oh! Lovely: 'ও লাভলি' রিলিজের আগে আড্ডায় রাজনন্দিনী - ইটিভি ভারতের পর্দায় হাজির রাজনন্দিনী পাল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 9:14 PM IST

'সম্পূর্ণা'র মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন রাজনন্দিনী । অভিষেক সাহা পরিচালিত 'উড়নচণ্ডী'তেও মিনুর চরিত্রে তাক লাগিয়েছেন তিনি । এ ছাড়াও রয়েছে আরও বেশ কিছু উল্লেখযোগ্য কাজ । আসছে আরও একগুচ্ছ কাজ । হইচইতে আসছে 'মিস্টার কলকেতা' এবং 'সম্পূর্ণা টু'। আসন্ন এই দু'টি কাজের স্ট্রিমিং নিয়ে বেজায় এক্সাইটেড অভিনেত্রী । অন্যদিকে 25 অগস্ট মুক্তি পাচ্ছে হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ!লাভলি' (Oh Lovely)। এখানে নিধির চরিত্রে রাজনন্দিনী । হরনাথ চক্রবর্তীর ছবিতে তিনি অভিনয় করছেন নবাগত শৃষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ কেমন লাগল এই কাজ জানাতে ভুললেন না তিনি ৷ জানালেন মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ৷ 

মুক্তির অপেক্ষায় রয়েছে রাজনন্দিনী অভিনীত আরও চারটে ছবি । অংশুমান প্রত্যুষের দু'টি ছবিও মুক্তির অপেক্ষায় । সেখানেও রয়েছেন রাজনন্দিনী । সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ'তেও অভিনয় করেছেন রাজনন্দিনী । টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর মেয়ে তিনি । ইন্দ্রাণী দত্তর মেয়ে হয়ে কি আলাদা কোনও খাতির পান তিনি ইন্ডাস্ট্রিতে? সুবিধা হয় কাজ পেতে? ইটিভি ভারতের এই প্রশ্নের জবাবে কী বললেন চিনি বা রাজনন্দিনী ? 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.