'দেব আনন্দ চিরকালীন নায়ক', কিংবদন্তির স্মৃতিচারণায় প্রসেনজিৎ

🎬 Watch Now: Feature Video

thumbnail

29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হচ্ছে বলিউডের এভারগ্রিন নায়ক দেব আনন্দকে । তাঁর সারা জীবনের বিভিন্ন সিনেমার নানা চরিত্রের ছবি ও পোস্টার দিয়ে সাজানো হয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালা । বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল ও শুভাপ্রসন্ন ভট্টাচার্য । প্রদর্শনীটি ঘুরে দেখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । 

দেব আনন্দকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তিনি বলেন, "দেব আনন্দজি সবসময় দু'টো সিঁড়ি বাদ দিয়ে দিয়ে উঠতেন । সেটা দেখার পর থেকে আমিও কখনও সব সিঁড়ি ভেঙে উঠি না । স্টেপ জাম্প করে উঠি ।" তিনি আরও বলেন, "দেব আনন্দ আজীবন নায়ক । ওঁর প্রত্যেকটা সিনেমা মনে রাখার মতো । কোনও প্রজন্মের কাছে 'গাইড' ছবি কোনওদিন পুরনো হবে না । দেব আনন্দ চির সবুজ । তিনি সব সময়ের নায়ক ।" এদিন অমিতাভ বচ্চনকে নিয়ে 'অমিতাভ বচ্চন: এ লিভিং লেজেন্ড' শীর্ষক একটি বইও প্রকাশ করেন তিনি । দেব আনন্দ অভিনীত 'সাজা', 'জনি মেরা নাম', 'গাইড', 'জুয়েল থিফ', 'জিৎ , 'সিআইডি', 'বাজি' ছবিগুলি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.