মায়ের কোল খোঁজার গল্প নিয়ে প্রসেনজিতের প্রযোজনায় আসছে 'আলোর কোলে' - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
Published : Nov 23, 2023, 12:18 PM IST
'কনকাঞ্জলি', 'গানের ওপারে', 'অলৌকিক না লৌকিক'-এর পর চতুর্থ ধারাবাহিক নিয়ে হাজির হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ধারাবাহিকের নাম 'আলোর কোলে'। এই ধারাবাহিকের ক্রিয়েটিভ অধিকর্তা ইন্ডাস্ট্রির পুরনো এবং অভিজ্ঞ মানুষ যুবরাজ ভট্টাচার্য। তিনিই মুম্ব্বইতে বসে গল্পটি শোনান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজি হন। আর তারপর কাজটি শুরু হয়। এক মাতৃহারা ছোট্ট মেয়ের গল্প বলবে এই ধারাবাহিক। সে তার মাকে ফিরে পেতে চায়। সে দেখতে পায় তার মাকে। কিন্তু মা যে তাকে স্পর্শ করতে পারে না। মেয়ের স্কুল ড্রেস থেকে দরকারি সব কিছু রেডি করে রেখে দেয় আলো। সে চায় তার মেয়ে পুপুল একজন মায়ের স্নেহ পেয়ে বড় হোক। এই গল্পে দুই নায়িকা। আলোর ভূমিকায় স্বীকৃতি মজুমদার। আর রাধার ভূমিকায় সোমু সরকার। সোমুর সঙ্গে কেমন হবে পুপুলের কেমেস্ট্রি সেটাই দেখার। আদিত্যর চরিত্রে কৌশিক রায়। ছোট্ট পুপুলের চরিত্রে ঋষিতা নন্দী। অভিনয়ের কারণে আজকাল স্কুলে যাওয়া হচ্ছে না তার। মা জোগাড় করছেন ক্লাস ওয়ার্ক হোম ওয়ার্ক। সেই সব ফ্লোরে সিন না থাকলে সেরে ফেলছে ক্লাস থ্রি'র ছোট্ট ঋষিতা। ধারাবাহিকে নেগেটিভ রোলে অভিনয় করতে দেখা যাবে অনন্যা দাসকে। আগামী 27 নভেম্বর থেকে সোম থেকে রবি রাত ৯ টার স্লটে আসছে এন আইডিয়াজ-এর ব্যানারে 'আলোর কোলে'। প্রসঙ্গত, খুব শীঘ্রই 'দাদাগিরি'র মঞ্চে হাজির হতে চলেছে টিম 'আলোর কোলে'।