Dutta Music Launch: 'আজকের প্রজন্মের মহিলারা বিজয়ার দ্বারা অনুপ্রাণিত হবেন', 'দত্তা' নিয়ে আশাবাদী ঋতুপর্ণা - ঋতুপর্ণা সেনগুপ্ত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 12, 2023, 8:39 PM IST

16 জুন মুক্তির পথে নির্মল চক্রবর্তীর পরিচালনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি 'দত্তা'। বর্তমানে সময়ে একাধিক সাহিত্যধর্মী সিনেমার প্রতি টান বেড়েছে দর্শকদের ৷ বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে সাহিত্যকে কেন্দ্র করে তৈরি হচ্ছে চিত্রনাট্য ৷ সেই তালিকায় নতুন সংযোজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা' ৷ প্রথমবার পরিচালনার দায়িত্বে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বন্ধু তথা গাইড তথা দাদা নির্মল চক্রবর্তী ৷ তিনি বহুদিন ধরেই ঠিক করে রেখেছিলেন সাহিত্যের পাতা থেকে তুলে আনবেন তাঁর প্রথম ছবির চিত্রনাট্য ৷ হলও ঠিক তাই ৷ 'দত্তা' মুক্তি পেতে চলেছে 16 জুন ৷ মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী ৷ 12 জুন প্রকাশ্যে এসেছে ছবির গান ৷ গান প্রকাশ অনুষ্ঠানে এসে গল্পের বিজয়া থুড়ি ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "বিজয়াকে দেখে আজকের প্রজন্মের মহিলারা অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস ৷ এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস, নির্মল দা'র পরিচালনা, জয় সরকার সুর করেছেন এই ছবির। রবীন্দ্র সঙ্গীত, রজনীকান্তের গান রয়েছে। এ ছাড়াও আরও অনেক বিশেষ কিছু রয়েছে। এই সব কিছুর প্রভাব দর্শকের উপর পড়বে বলে আমি মনে করি। এই ছবি আজকের সমাজের জন্যও গুরুত্বপূর্ণ বলেও আমার ধারণা।" ছবিতে গান গেয়েছেন বাবুল সুপ্রিয়, অদিতি গুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, স্রবন্তী বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, 1951 সালে প্রথমবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা' মুক্তি পেয়েছিল ৷ বিজয়ার চরিত্রে অভিনয় করেছিলেন সুনন্দা বন্দ্যোপাধ্যায় ৷ 1976-এ পরিচালক অজয় করের 'দত্তা'য় বিজয়া হয়ে ওঠেন মহানায়িকা সুচিত্রা সেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.