Massive Landslide: ধসে বিপর্যস্ত 10 নং জাতীয় সড়ক - ধসে বিপর্যস্ত 10 নং জাতীয় সড়ক
🎬 Watch Now: Feature Video
টানা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত পাহাড় ৷ দু'দিনের বৃষ্টিতে পাহাড়ে এনএইচ 10-এর রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে (Massive Landslide NH 10) । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাস্তাটি বন্ধ করে দেওয়া হলেও পরে পিডব্লুডি বিভাগের সাহায্যে জেসিবি দিয়ে রাস্তাটি পরিষ্কার করা হয় ৷ আপাতত একটি রাস্তা খোলা হয়েছে । প্রায় 3টি জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে । জরুরি প্রয়োজন হলে শিলিগুড়ি দার্জিলিং-পেশক রোড বা লাভা গরবুথান রোড বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST