Kaushik on Bonny: নাগালের মধ্যে যে জীবনটা নেই, তা নিয়ে টানাটানি না করাই ভালো; বনি প্রসঙ্গে মত কৌশিকের - Kaushik on Bonny

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 22, 2023, 8:10 PM IST

নাগালের মধ্যে যে জীবনটা নেই সেটা নিয়ে টানাটানি না করাই ভালো ৷ বনি সেনগুপ্ত (Bonny Sengupta) প্রসঙ্গে এমনই মত অভিনেতা কৌশিক সেন (Kaushik on Bonny)৷ বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় নাম কৌশিক ৷ মঞ্চ থেকে বড় পর্দা এবং ছোট পর্দা - সর্বত্র তাঁর উজ্জ্বল উপস্থিতি । অনেকদিন পর ছোটপর্দায় ফিরেছেন তিনি । বাংলা ধারাবাহিক 'গোধুলি আলাপ'-এ আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন । চিরকালই সোজাসাপটা, স্পষ্টবাদী মানুষ । যে কোনও বিষয় নিয়ে নিজের বক্তব্য খুব সহজভাবে বলার ক্ষেত্রে কোনও কিছুর পরোয়া করেন না । ইটিভি ভারতের প্রশ্নের মুখে তাই বনি সেনগুপ্ত প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন ৷ সম্প্রতি কুন্তল ঘোষের কাছ থেকে বনি সেনগুপ্তর টাকা নেওয়া এবং তা ফেরত দেওয়ার ঘটনা ঘিরে তাঁর বক্তব্য জানতে চাইলে এ বিষয়ে নিজের মতামত জানান কৌশিক সেন (Kaushik Sen)। এ প্রসঙ্গে উঠে আসে বাংলা নাটকের দেড়শো বছর পূর্তিতে একের পর এক থিয়েটার হল ভেঙে ফেলার ঘটনার কথাও । কৌশিক এ দিন বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কারওরই নাটক নিয়ে মাথাব্যথা নেই কোনওকালে । সুতরাং থিয়েটার হল ভেঙে ফেলা নিয়ে দু:খ পেয়ে কোনও লাভ নেই ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.