Temple for Samantha: সামান্থার জন্য মন্দির বানালেন 'জাবরা ফ্যান' - সামান্থা রুথ প্রভু
🎬 Watch Now: Feature Video
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জন্য মন্দির তৈরি করছেন এক ভক্ত । অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার সুন্দুর মণ্ডলের আলাপাদুর বাসিন্দা সেই ভক্তের নাম সন্দীপ ৷ তিনি সামান্থার ডাই-হার্ট ফ্যান ৷ অভিনয়ের পাশাপাশি তাঁর সেবামূলক কাজের জন্যও সন্দীপের নয়নের মণি সামান্থা ৷ প্রত্যুষা ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের জন্য হৃদযন্ত্রের অপারেশন পরিচালনায় সামান্থা বিশেষ উদ্যোগ নিয়েছিলেন ৷ তাঁর এই কাজ আরও বেশি করে মুগ্ধ করেছে সন্দীপকে ৷ অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করে সন্দীপ বলেছেন যে, সামান্থা সেই শিশুদের পুনর্জন্ম দিয়েছেন । সেই কারণেই তাঁর জন্য একটি মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপ । তিনি তাঁর বাড়ির পাশেই মন্দিরটি তৈরি করছেন । সেখানে একটি প্রতিমাও তৈরি হচ্ছে । বর্তমানে প্রতিমা ও মন্দির তৈরির কাজ চলছে । মন্দিরটি 28 এপ্রিল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সেই ভক্ত । সন্দীপ বলেছেন যে, তিনি এখনও পর্যন্ত সামান্থাকে দেখেননি ৷ তবে তাঁর জন্য একটি মন্দির তৈরি করছেন ৷ দক্ষিণী এই অভিনেত্রী বলিউডেও আলোড়ন সৃষ্টি করেছেন ৷ ফ্যামিলি ম্যান 2 ও পুষ্পাতে তাঁর দুরন্ত নাচের ভঙ্গিমায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন 'ও আন্তাভা' স্টার ৷