Rudranil Ghosh Exclusive: কেন আবার বিবাহ অভিযানের সংলাপে লক্ষ্মীর ভাণ্ডার, চড়াম চড়াম ? সোজাসাপটা রুদ্রনীল - আবার বিবাহ অভিযান
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমিক হালদার পরিচালিত বাংলা ছবি 'আবার বিবাহ অভিযান'। ছবির কাহিনি ও চিত্রনাট্য রুদ্রনীল ঘোষের । সমস্ত যুক্তি তর্ককে শিকেয় তুলে মানুষকে নির্ভেজাল আনন্দ দিতে, পেটে হাসির খিল ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এসভিএফ-এর অনুরোধে এই কাহিনি ফেঁদেছিলেন রুডি থুড়ি রুদ্রনীল । এবং তিনি সফল । ছবিও সফল । মানুষ হেসেছে ৷ গণশা, রজত, অনুপমকে ভালোবেসেছে ৷ তাঁদের নাম মনে রেখেছে । 'বিবাহ অভিযান' মুক্তি পায় 2019-এ । 'আবার বিবাহ অভিযান' মুক্তি পেল 2023 সালে । কলকাতা থেকে গল্প পাড়ি দেয় থাইল্যান্ডে । সেখানেই যত কাণ্ড । উল্লেখ্য, এ বারের গল্পে সংলাপে উঠে এসেছে রাজ্যে লালের হাল ধরার কথাও । শুধু তাই নয়, 'লক্ষ্মীর ভাণ্ডার' থেকে 'চড়াম চড়াম' - রুদ্র বাদ দেননি কিছুই । সংলাপে এই সব দিক উঠে আসার কারণ জানতে চাইলে রুদ্রনীলের বক্তব্য, কোন সময়ে কী ভাবে কথা গুলো বলছে সেটা দেখার বিষয় । এই বিষয়ে তিনি আরও কী কী বললেন তা জানতে হলে দেখতে হবে পুরো সাক্ষাৎকারটি ।